বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

যৌথ ব্যবসায় আগ্রহী বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে ঢাকায় এক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর মতিঝিলে এ সভার আয়োজন করে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।

সভায় অংশগ্রহণকারী দুই দেশের ব্যবসায়ীরা ওষুধ, সার্জিক্যাল সামগ্রী, ইলেক্ট্রনিকস পণ্য, টেক্সটাইল ও শিল্পের মধ্যবর্তী যন্ত্রাংশ খাতে ব্যাপক সম্ভাবনার কথা জানান। এসব খাতে যৌথভাবে ব্যবসা করার মাধ্যমে দুই দেশই লাভবান হতে পারে বলে তারা মনে করেন।

 

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই এর প্রশাসক হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফসহ দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধি ও সংগঠনের নেতারা।

এফবিসিসিআই প্রশাসক বলেন, ইলেক্ট্রনিকস ও মোটর যন্ত্রাংশ খাতে যেমন সুযোগ আছে, তেমনি ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও টেক্সটাইল খাতেও রয়েছে সম্ভাবনা।

তিনি জানান, দুই দেশের ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই ও এফপিসিসিআই (পাকিস্তান চেম্বার) একসঙ্গে কাজ করবে।

 

পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ বলেন, ‘ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক জোরদার হলে বাণিজ্য ও বিনিয়োগ আরো বাড়বে।’

তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের নেটওয়ার্কিং সভা অব্যাহত থাকবে।

সভায় দুই দেশের ব্যবসায়ীরা যৌথ উদ্যোগে ব্যবসা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক নাসরিন ফাতেমা আউয়াল, মহাসচিব মো. আলমগীর এবং আন্তর্জাতিক বিষয়ক প্রধান জাফর ইকবাল এনডিসি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102