দেশের শীর্ষস্থানীয় আইটি-ভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০২৪ সালে ১২০০টি স্কোপাস/আইএসআই ইনডেক্সড গবেষণা প্রকাশনা এবং বইয়ের অধ্যায় নিয়ে একটি বড় মাইলফলক উদযাপন করেছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা বিভাগ অঅয়োজিত এ অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক গবেষক ও অনুষদ সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গবেষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। ডিআইইউ-এর অনুষদ এবং গবেষকদের অসাধারণ সাফল্যের প্রশংসা করে গবেষকদের উদ্দেশ্যে বক্তৃতাকালে ড. মোঃ আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়টিকে অন্যান্য প্রতিষ্ঠানের জন্য একটি রোল মডেল হিসেবে তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন যে, প্রকাশনা গুরুত্বপূর্ণ হলেও, গবেষণার ক্ষেত্রে বাস্তব-বিশ্বের চ্যালেঞ্জ সমাধান, সামাজিক বৈষম্য মোকাবেলা এবং জাতীয় নীতিমালা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখার উপরও জোর দেওয়া উচিত। ড. হোসেন বাংলাদেশে গবেষণাকে সমর্থন করার জন্য তহবিল সহ প্রয়োজনীয় সম্পদ সরবরাহের জন্য ইউজিসির চলমান প্রচেষ্টারও প্রশংসা করেন। বাংলাদেশকে একটি স্মার্ট নেশনে পরিণত করতে এবং একটি উন্নত দেশে পরিণত করতে অবদান রাখতে পারে এমন ক্ষেত্রে গকেষণা কাজ ও প্রকাশনা প্রকাশ করার জন্য অধ্যাপক ও গবেষকদের প্রতি আহ্বান জানান।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মোঃ সবুর খান গবেষকদের পেটেন্টের জন্য যেতে এবং তাদের কাজের বাণিজ্যিক ফলাফল ও সুযোগ তৈরি করার আহ্বান জানান। প্রফেসর ড. এম লুৎফর রহমান জানান, এ বছর বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণা বাজেটে ১৮ কোটি টাকা বরাদ্দ করা হযয়েছে। স্কোপাস/আইএসআই-ইনডেক্সড গবেষণা প্রকাশনায়/ জার্নালে গবেষকদের উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনার স্বীকৃতি হিসাবে গবেষকদের মধ্যে প্রায় ৯২লক্ষ টাকা বিতরণ করা হয়। এসব গবেষণাপত্রের ৮০ শতাংশই কিউ ১ এবং কিউ বিভাগে প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআইইউ-এর গবেষণা বিভাগের (ডিওআর) পরিচালক এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহফুজা পারভীন। তিনি ডিআইইউ-তে গবেষণা প্রকাশনার অবস্থা, ধারাবাহিক গবেষণার গুরুত্ব এবং টেকসই গবেষণা সংস্কৃতি গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয়ের চলমান প্রচেষ্টা সম্পর্কে বক্তব্য রাখেন।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ- উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার।
অনুষ্ঠানে ডিআইইউ-এর ৩৮৫ জন অনুষদ সদস্য এবং গবেষককে পুরষ্কার প্রদান করা হয়, যার মধ্যে রয়েছে মানসম্পন্ন প্রকাশনা, পেটেন্ট উন্নয়ন এবং গবেষণা তহবিল সহ বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব উদযাপন করা। এই অনুষ্ঠানটি ডিআইইউ-এর গবেষণা সংস্কৃতিকে শক্তিশালী করার এবং ভবিষ্যতের উদ্ভাবনকে অনুপ্রাণিত করার যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করে। ডিআইইউ একাডেমিক এবং গবেষণা উৎকর্ষতার মান নির্ধারণ করে চলেছে, তাই বিশ্ববিদ্যালয়টি স্থানীয় এবং বিশ্বব্যাপী জ্ঞান উন্নয়নে অর্থবহ অবদান রাখার জন্য তার অনুষদ এবং গবেষকদের ক্ষমতায়নের প্রতিশ্রæতি পুনর্ব্যক্ত করে।
ক্যাপশন: ডিআইইউ গবেষণা বিভাগ আয়োজিত “রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২০২৫” এ গবেষকদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।