শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন

উত্তরায় সরকারি লিজকৃত জমি দখলমুক্ত করার দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

রাজধানীর উত্তরায় সরকারিভাবে লিজকৃত অপরের জমিতে অবৈধ দোকান নির্মাণ ও ভাড়া বাণিজ্যের অভিযোগ উঠেছে ঢাকা-১৮ আসনের সাবেক এমপি ও পলাতক আওয়ামী লীগ নেতা হাবিব হাসানের ভাই নাদিম হাসানের লোকজনের বিরুদ্ধে। 

আজ দুপুরে উত্তরার আব্দুল্লাহপুরের আকবর হোটেলের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন সরকারিভাবে জমিটির লিজপ্রাপ্ত মালিক পক্ষ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থিত আকবর হোটেলের সামনের জায়গাটি ভাওয়াল রাজ স্টেটের সম্পত্তি। গত জুন মাসে স্থানটির ৬ শতাংশ জমি শহিদুজ্জামান লিটনের নামে সরকারিভাবে লিজ প্রদান করে ভূমি মন্ত্রণালয়। কিন্তু, জায়গাটিতে অবৈধভাবে দোকান বসিয়ে ভাড়া আদায় করছে পলাতক আওয়ামী লীগ নেতা হাবিব হাসানের ভাই নাদিম হাসানের লোকজন।

সংবাদ সম্মেলনে শহিদুজ্জামান লিটনের প্রতিনিধি মো. রবিউল হোসেনের দাবি, লিজ পাওয়ার পর বিষয়টি জেলা প্রশাসক ও থানা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছিল এবং জমি মাপার জন্যও আবেদন করা হয়। তবে সম্প্রতি ওই জমির ওপর কিছু ব্যক্তি অবৈধভাবে দোকান নির্মাণ করে দখল করে রেখেছেন।

রবিউল হোসেন অভিযোগ করে বলেন, এই অবৈধ দখলদাররা সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদের ছত্রছায়ায় রয়েছে। তিন মাস ধরে তাদের বারবার লিখিত ও মৌখিকভাবে জায়গা ছাড়ার নোটিশ দেওয়া হলেও তারা জায়গা ছাড়ছে না। উল্টো তারা জানায়, ওই দোকানগুলোর ভাড়া নাদিম মাহমুদকে দিচ্ছে। প্রমাণ চাইলে তারা অস্বীকার করে এবং স্থানীয় কিছু দুষ্কৃতকারীদের সঙ্গে নিয়ে আমাদের ভয়ভীতি প্রদর্শন করে।

তিনি জানান, এ ঘটনায় আমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি এবং লিখিত অভিযোগও জমা দিয়েছি।

রবিউল হোসেনের দাবি, আমরা সরকারকে নিয়মিত ট্যাক্স দিচ্ছি। তাই আমাদের বৈধ জমি কেউ অবৈধভাবে দখল করে রাখতে পারে না। আমরা এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চাই।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102