টেক্সাসের কের কাউন্টিতে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৩ জন, যাদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট এই দুর্যোগে বেঁচে যাওয়া মানুষের সন্ধানে ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে শত শত উদ্ধারকর্মী।
কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানিয়েছেন, “প্রত্যেককে না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।” নদীর তীরে অবস্থিত একটি ক্রিশ্চিয়ান ইয়ুথ ক্যাম্প থেকে নিখোঁজ রয়েছে আরও ২৭টি শিশু। উদ্ধারের জন্য বিশেষ দল সেখানে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৮৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কিছু অভিভাবক সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে দুঃখজনকভাবে তাদের সন্তানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
উদ্ধারকারী দলগুলো নৌকা, হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে দুর্গম এলাকাগুলোতে তল্লাশি চালাচ্ছে। উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়েছে ন্যাশনাল গার্ড ও স্থানীয় স্বেচ্ছাসেবীরাও।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টিপাত আরও কয়েকদিন স্থায়ী হতে পারে, ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ, এবং প্রয়োজনীয় সহায়তার জন্য খোলা হয়েছে একাধিক আশ্রয়কেন্দ্র।
এই দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণে গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।