মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:০১ অপরাহ্ন

দেশ থেকে পালানোই আ.লীগের স্বভাব: মঈন খান

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৫ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ ও দুঃশাসন সম্পর্কে জনগণ সচেতন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, “আওয়ামী লীগের চরিত্র হচ্ছে দেশ থেকে পালিয়ে যাওয়া।”

শনিবার (৫ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “জিয়াউর রহমানের পর আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও কখনো জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি। তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে।”

আব্দুল মঈন খান আরও বলেন, “সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাঙালির জাতীয়তাবাদের সমস্যা চিহ্নিত করেছিলেন এবং এর সমাধান হিসেবে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ প্রতিষ্ঠা করেন। তিনি জাতীয়তাবাদী নীতিতে দেশ পরিচালনা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান।”

তিনি দাবি করেন, “জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন। তিনি একদলীয় স্বৈরতন্ত্র উৎখাত করে মত প্রকাশের স্বাধীনতা এবং ভিন্নমতকে উৎসাহিত করেছিলেন।”

আলোচনা সভায় অন্যান্য বক্তারাও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অবস্থান, গণতন্ত্রের ভবিষ্যৎ এবং বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনার গুরুত্ব তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102