জাম্বিয়ায় হাতির হামলায় নিহত ব্রিটিশ ও নিউজিল্যান্ডের পর্যটক
অনলাইন ডেস্ক রিপোর্ট
-
আপডেট টাইম:
শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
জাম্বিয়ায় হাতির হামলায় দুইজন নারী পর্যটক নিহত হয়েছেন। এর মধ্যে একজন ব্রিটিশ নাগরিক ও অন্যজন নিউজিল্যান্ডের নাগরিক ছিলেন বলে দেশটির পুলিশের বরাত দিয়ে বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় পুলিশ প্রধান রবার্টসন মইম্বা জানিয়েছেন, দক্ষিণ লুয়াংওয়া জাতীয় উদ্যানে একটি বাচ্চা হাতির সঙ্গে থাকা একটি মা হাতি এই দুজনের ওপর আক্রমণ করে। ভ্রমণ গাইড গুলি চালিয়ে মা হাতিটিকে থামানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।মা হাতিটি ওই দুই নারীকে পদদলিত করার ফলে ঘটনাস্থলেই মারা যান তারা। তিনি আরো বলেন, ওই দুই নারী একটি সাফারি দলের সঙ্গে পার্কে হাঁটছিলেন। ঠিক তখনই হাতিটি দ্রুতগতিতে তাদের দিকে ছুটে আসে।ওই দুই নারী পর্যটক রাজধানী লুসাকা থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরের বিগ লেগুন ক্যাম্পে চার দিন অবস্থান করেছিলেন।সেখানেই হাতির আক্রমণের এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনটিতে বলা হয়। মূলত মা হাতিরা তাদের সন্তানদের ব্যাপারে খুবই সংবেদনশীল হয়ে থাকে। এর আগে জাম্বিয়ার কর্তৃপক্ষ দেশটির মধ্যে বন্য এলাকা পরিদর্শনের সময় পর্যটকদের বিশেষভাবে সচেতন থাকার নির্দেশ দিয়েছিল। অন্যদিকে গতবছর ভিন্ন একটি ঘটনায় আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশটিতে হাতির আক্রমণে একজন মার্কিন নারী পর্যটক নিহত হয়েছিলেন।উভয় ঘটনাতেই পর্যটকরা সাফারি গাড়িতে থাকা অবস্থায় আক্রমণের শিকার হন বলে জানিয়েছে বিবিসির প্রতিবেদনটি।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..