“যুক্তরাষ্ট্র তখনই সন্তুষ্ট হবে, যখন ইরান আত্মসমর্পণ করবে। কিন্তু তা কখনোই হবে না,” — এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
বৃহস্পতিবার আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে খামেনির বক্তব্য তুলে ধরে বলা হয়, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়েছে এই ভেবে যে, না হলে ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। অথচ সেই যুদ্ধেও ওয়াশিংটন কিছু অর্জন করতে পারেনি, বরং বিশ্বজুড়ে নিজেদের দুর্বলতা উন্মোচন করেছে।
এক্স (সাবেক টুইটার) এ খামেনি আরও বলেন,
“অবৈধ ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য আমি সকল প্রতিরোধকামীকে অভিনন্দন জানাই।”
গত ১৩ জুন থেকে শুরু হওয়া ইরান-ইসরাইল সরাসরি সংঘাতের পর খামেনি নিরাপত্তার স্বার্থে গোপন অবস্থানে চলে যান। যুদ্ধবিরতি কার্যকর হয় ২৪ জুন, কিন্তু এখনো রয়ে গেছে চরম উত্তেজনা এবং ভবিষ্যৎ সংঘর্ষের আশঙ্কা।
খামেনি স্পষ্ট করে দিয়েছেন,
“আমরা আত্মসমর্পণকারী জাতি নই—আমরা লড়ি, ধ্বংস করি, এবং টিকে থাকি।”