ঢাকা-১৮ আসনের অন্তর্গত দক্ষিণখানে আজ রবিবার বিএনপি’র কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে “রাষ্ট্রকাঠামো সংস্কারের রূপরেখা” শীর্ষক ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা সংস্কার পরিকল্পনা সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে দলটির স্থানীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
দক্ষিণখান থানাধীন বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় বিএনপির থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা বাড়ি-বাড়ি গিয়ে, দোকানে দোকানে এবং জনবহুল স্থানে দাঁড়িয়ে সাধারণ মানুষকে লিফলেট দেন এবং দফাগুলোর তাৎপর্য ব্যাখ্যা করেন।
স্থানীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো “নতুন এক গণতান্ত্রিক রাষ্ট্রগঠনের রূপরেখা” জনগণের মাঝে তুলে ধরা, যেখানে জনগণের অধিকার, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও প্রশাসনসহ রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন স্তরে মৌলিক সংস্কার আনায়নের প্রতিশ্রুতি রয়েছে।
উল্লেখ্য, বিএনপি চলতি বছরের শুরু থেকে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের দাবি নিয়ে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।