হঠাৎ মধ্যরাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম উত্তরায় আসার খবর পাওয়া গেছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারটার দিকে সঙ্গীদের নিয়ে উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত এনসিপি উত্তরার কার্যালয়ে আসেন তিনি।
এ সময় উপস্থিত নেতাকর্মী ও প্রতিনিধিরা নাহিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নাহিদ ইসলামের কার্যালয় পরিদর্শনের তথ্য নিশ্চিত করে উত্তরার এনসিপির দায়িত্বশীল নেতা মান্নান তালুকদার মাহিন জানান, উত্তরা পার্টি অফিসে আনঅফিসিয়াল আমাদের দলের প্রধান জননেতা নাহিদ ইসলাম এসেছিলেন। তিনি সবার খোঁজ খবর নিয়েছেন এবং শীঘ্রই অফিসিয়ালি উত্তরার সহযোদ্ধা ও প্রতিনিধিদের সাথে দেখা করবেন বলে আমাদেরকে জানিয়ে গেছেন।
উল্লেখ্য যে, জুলাই আন্দোলনে উত্তরায় ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছিল স্থানীয় ছাত্র-জনতা। ১৬ জুলাই থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত উত্তরার রাজপথে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের দাবিতে কঠোর ভূমিকা পালন করতে গিয়ে প্রায় দেড়শতাধক ছাত্র জনতা উত্তরায় শহিদ হন। ৫ আগস্ট কারফিউ ভেঙ্গে সর্বপ্রথম উত্তরা থেকে গণভবনের দিকে ছাত্র-জনতার ঢল নামে।