রবিবার, ১৫ জুন ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

রাজবাড়ীতে অস্ত্র পাচারকারী নারী গ্রেপ্তার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি সফল অভিযানে দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান এবং ২টি তাজা কার্তুজসহ মোছা. সুমি খাতুন (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে। ২রা জুন রাত ৮টার দিকে রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লাল মিয়া সড়কের সুমি খাতুনের নিজ বসতবাড়িতে এই অভিযান চালানো হয়। সুমি খাতুন রাজবাড়ী পৌরসভার মীর আ. রাজ্জাকের মেয়ে।

মঙ্গলবার (৩ জুন, ২০২৫) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব এক ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান চলাকালে পুলিশ জানতে পারে যে, সুমি খাতুনের স্বামী অস্ত্রের একটি ব্যাগ তার বাড়ির বারান্দায় রাখার জন্য একজন ব্যক্তিকে নির্দেশ দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি বাসার মধ্যে ঢুকে বারান্দায় গিয়ে কাউকে ডাকাডাকি করে, পরে ব্যাগটি সেখানে রেখে চলে আসে। কিছু সময় পর, সুমি খাতুন ঘর থেকে বের হয়ে ব্যাগটি নিয়ে ভেতরে চলে যান।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব আরও জানান, সুমি খাতুন এবং তার স্বামী দুজনেই এই অস্ত্রের পাচারের সঙ্গে জড়িত ছিল। গ্রেপ্তার নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া, পলাতক আসামি আনোয়ার হোসেনের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া, রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা সুরক্ষা জোরদার করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরও তৎপরতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102