রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের কাছে জীবনের সবচেয়ে মর্মান্তিক এক মুহূর্ত ছিল তার প্রয়াত মায়ের শেষ চেহারা দেখার ঘটনা। প্যারোলে মুক্তির সুযোগ না পেয়ে জেলের গেটে দাঁড়িয়ে দুর থেকে মায়ের মরদেহ দেখার দৃশ্য ছিল একদম হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এই মানবিক সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়েছে।
জেলা প্রশাসন প্যারোলে মুক্তির আবেদন না মঞ্জুরের অভিযোগ অস্বীকার করে জানায়, আসাদকে কারা ফটকে মায়ের মুখ দেখানো হয়েছে, যা তার পরিবারের সিদ্ধান্ত। প্যারোলে মুক্তির আবেদন করেও অনুমতি না পাওয়া এই ঘটনার পেছনে প্রশাসনের দাবি রয়েছে।
আসাদের মা সোমবার বিকেল সাড়ে চারটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের আবেদনের পরও সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। কিন্তু সময়ের অপর্যাপ্ততায় রাত ৯টায় মহিষবাথান কবরস্থানে তাকে দাফন করা হয়।
রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, যিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হয়েছিলেন, এই মর্মান্তিক সময় পার করলেন বন্দি জীবনে।