বুধবার, ২৫ জুন ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

বিআরটিএ’র অভিযানে ৭০ হাজার টাকা জরিমান

উত্তরা ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঈদকে ঘিরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মঙ্গলবার (৩ জুন) সকালে বিআরটিএ’র আদালত–০৬-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে ও থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে যাত্রীদের অভিযোগ, গোয়েন্দা তথ্য এবং现场 পরিদর্শনের ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়া যায়। যাচাই-বাছাই শেষে সার্বিক পরিবহন, হানিফ, শ্যামলী এনআর, গোল্ডেন লাইন, সাকুরা, শান্তি, বিলাস ও তাসফিয়া পরিবহনসহ মোট ৮টি প্রতিষ্ঠানকে ৭০,০০০ টাকা জরিমানা করা হয়।

জরিমানার কারণ হিসেবে উল্লেখ করা হয়—বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা।

বিআরটিএ জানিয়েছে, অন্যান্য পরিবহন কাউন্টারগুলোতেও ভাড়ার তালিকা স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে কঠোর সতর্কবার্তাও প্রদান করা হয়েছে।

বিআরটিএ’র পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে। 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102