কুরবানীর ঈদ ঘিরে রাজধানীর উত্তরায় জমে উঠেছে দুই পশুর হাট। এবার উত্তরার ১৮ নম্বর সেক্টরের দিয়াবাড়ি ও ১০ নম্বর সেক্টর সংলগ্ন কামারপাড়া এই দুই হাট থেকে কুরবানীর পশু কিনছেন উত্তরাসহ আশপাশের বাসিন্দারা।
এ বছর উত্তরার দিয়াবাড়ি হাটে উঠেছে ২৪ মণ ওজনের সবচেয়ে বড় গরু ‘কালো রাজা’। গরুটি বগুড়ার গাবতলী থেকে হাটে এনেছেন ব্যবসায়ী আনিস মিয়া।
গরুটির বয়স সম্পর্কে উত্তরা নিউজকে তিনি জানান, কালো রাজার বয়স ৩ বছর ৪ মাস।
দামের বিষয়ে তিনি বলেন, কালো রাজার দাম ১১ লক্ষ টাকা। এখন পর্যন্ত ৭ লক্ষ টাকা দাম উঠছে। আশা করি ভাল দামে বিক্রি করতে পারব ইনশাআল্লাহ।