সোমবার, ২৩ জুন ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

খিলক্ষেতে সেনাবাহিনী-বিআরটিএর যৌথ অভিযান

উত্তরা ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রাফিক শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিআরটিএর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৩রা জুন,২০২৫) দুপুর ১১:৪৫ থেকে ১:৪৫ পর্যন্ত উত্তরা আর্মি ক্যাম্পের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে ২৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং মোট ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে একটি বাস জব্দ করা হয়।

খিলক্ষেতে সেনাবাহিনী-বিআরটিএ যৌথ অভিযান | ছবি: উত্তরা নিউজ

অভিযানে দেখা যায়, বেশ কিছু বাসে ছিল মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্রের অনুপস্থিতি, অবৈধ হাইড্রোলিক হর্ন এবং নির্ধারিত রুট লঙ্ঘনের মতো গুরুতর অনিয়ম। এসব অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় বিআরটিএর মোবাইল কোর্ট ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান জাতীয় প্রেক্ষাপটে জনসাধারণের জান-মাল রক্ষায় এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের যৌথ অভিযান পরিচালনা করা হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এটি একটি কার্যকর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102