রাজধানীর তুরাগের পুলিশ পরিচয়ে হাতে হ্যান্ডকাফ পরিয়ে প্রায় ৩ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমাানিক ১১টার দিকে দিয়াবাড়ি মেট্রোস্টেশনের নিচের রাস্তায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোহাম্মদ আল আমিন জানান, ডিবি পুলিশের পোশাক পরা ৮-১০জন মিলে মটরসাইকেলের গতি রোধ করে হাতে হ্যান্ডকাফ পরায় ও চোখ বেঁধে মাইক্রোবাসে উঠায়। প্রায় ২০ মিনিট পর ঘুরানোর পর আমাকে রাস্তার পাশে হ্যান্ডকাফ পরা অবস্থায় ফেলে যায়।
আল আমিন জানান, মাইক্রোবাসে উঠিয়ে ওরা আমাকে মারধর করেছে এবং দুজন মিলে আমার মটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে এবং ব্যাগে থাকা প্রায় তিন লক্ষ টাকা ওরা নিয়ে গেছে। এ ঘটনায় তুরাগ থানায় বাদী হয়ে মামলা করেছেন তিনি।
এ বিষয়ে সন্ধ্যায় তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাহাৎ খান উত্তরা নিউজকে বলেন, ভুক্তভোগী ২ লাখ ৮০ হাজার ছিনতাই হয়েছে মর্মে মামলা করেছেন। আসামীদের ধরতে আমাদের অভিযান চলছে। আসামীরা পুলিশ পরিচয়ে ছিনতাই করেছে এমন কোন তথ্য জানা নেই।