সোমবার, ২৩ জুন ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

বাজারভিত্তিক এক্সচেঞ্জ রেট চালু করল বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১৪ মে, ২০২৫
বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে বাজারভিত্তিক এক্সচেঞ্জ রেট চালুর ঘোষণা দিয়েছে। এ সিদ্ধান্তের ফলে এখন থেকে মার্কিন ডলারের মূল্য নির্ধারণ হবে বাজারের চাহিদা ও যোগানের ওপর ভিত্তি করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, আমরা এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছি যেখানে ডলার বাজারকে পুরোপুরি বাজারের হাতে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত।গভর্নর বলেন, ‘বাজারভিত্তিক করা হয়েছে ডলারের বিনিময় হার।এতে বাজারে ডলারের সংকট থাকবে না। যদি কোনো বড় ধরনের আন্তর্জাতিক পেমেন্টের প্রয়োজন হয়, তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে সহযোগিতা করা হবে।’তিনি আরো বলেন, কিছু অসাধু প্রতিষ্ঠান বাজারকে অস্থির করার চেষ্টা করতে পারে, তবে বাংলাদেশ ব্যাংক তা প্রতিহত করার পূর্ণ সক্ষমতা রাখে। চিন্তার কিছু নেই, আমরা সময়ের অপেক্ষায় ছিলাম, এখন আমরা সম্পূর্ণ প্রস্তুত।

ড. মনসুর জানান, ‘এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা এবং চীন আমাদের পাশে আছে। আইএমএফ-এর ১.৩ বিলিয়ন ঋণ ছাড় হলে জুন মাসের মধ্যেই সব ঋণ‌ই চলে আসবে।’তিনি বলেন, ‘বাংলাদেশের এক্সচেঞ্জ রেট বাংলাদেশের মাটিতেই নির্ধারণ হবে। অযৌক্তিক দামে ডলার কেনার প্রয়োজন নেই, কারণ বাজারে যথেষ্ট ডলার রয়েছে।

বাংলাদেশ ব্যাংক গভর্নর ব্যাংক খাতে অব্যবস্থাপনার জন্য দায়ী করেন ব্যাংকের বোর্ড ও সরকারের অচল নীতিকে। তিনি বলেন, ‘আমরা বলেছি, প্রভিশন সংরক্ষণ না করে কেউ এক টাকাও লভ্যাংশ দিতে পারবে না। আগে এটা কার্যকর করা যায়নি, কিন্তু এবার আমরা তা বাস্তবায়ন করেছি।’তিনি আরো বলেন, ‘ব্যাংক রক্ষার জন্য নয়, আমরা এসেছি আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য। যদি প্রয়োজন হয়, দুর্বল ব্যাংকগুলোর মার্জার বা অবসায়ন করা হবে।অনিয়ম পেলে সংশ্লিষ্ট ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে।’বাংলাদেশ ব্যাংক এক মাস সময় দিয়েছে ব্যাংকগুলোকে তাদের প্রভিশন পূরণ করতে। ব্যর্থ হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মূল্যস্ফীতি ও বৈদেশিক সম্পর্ক

গভর্নরের বক্তব্য অনুযায়ী, মে মাসেই মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে নেমে আসবে এবং ভবিষ্যতে এটি আরো কমবে।তিনি বলেন, ‘দুবাইয়ে একাধিক পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে, আরো আলোচনা হবে। আমরা শুধু আইএমএফ-এর টাকায় নির্ভর করছি না। মার্কেট ইন্টারভেশনের জন্য আমাদের নিজস্ব ২০ মিলিয়ন ডলারের ফান্ড আছে।’সবশেষে, বাজারে হস্তক্ষেপ করার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘ডলার মার্কেটে হাত দিতে এলে হাত পুড়ে যাবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102