মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

সংবাদ সম্মেলন ডেকে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৩ বার পঠিত

শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে আওয়ামী লীগের পদধারী নেতারা অনেকেই পলাতক। এমন সময় সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের এক নেতা।পদত্যাগ করা ওই নেতার নাম ছিদ্দিকুর রহমান। তিনি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।আজ বুধবার দুপুরে কাঁঠালিয়া প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন ডেকে লিখিতভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ সময় তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না বলে জানান।ছিদ্দিকুর রহমান লিখিত পদত্যাগপত্রে বলেন, ‘আমি বিগত ২০১৭ সালে উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদরাসায় অধ্যক্ষ পদে যোগদান করি। মাদরাসার উন্নয়নের লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ কাঁঠালিয়া উপজেলা শাখার কমিটিতে ধর্মবিষয়ক পদে অন্তর্ভুক্ত হই।বর্তমানে আমি ছারছিনার মতাদর্শে বিশ্বাসী এবং বর্তমান পীর ভক্তদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকার জন্য নির্দেশ দিয়েছেন। তাই আমি আওয়ামী লীগের পদ থেকে স্বেচ্ছায়, স্বজ্ঞানে পদত্যাগ করলাম এবং ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত হব না।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102