সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

কোটা আন্দোলনকারীরা বর্তমান প্রজন্মের মুক্তিযোদ্ধা : ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৯০ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সৈনিকরা বর্তমান প্রজন্মের মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৪ আগস্ট) দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে কোটা আন্দোলনে নিহত বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত শেষে জাফরপাড়া কামিল মাদরাসা মাঠে রংপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, কোটা আন্দোলনে নিহতের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচার করা হবে। এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি পীরগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ঘোষণা দেন।

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে সম্প্রীতি সমাবেশে তিনি বলেন, ‘এই বাংলাদেশ আমাদের সবার।’বিএনপি মহাসচিব বলেন, ‘তারা হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন করেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। আজ তারা পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো রয়েছে।

আল্লাহর মাইর দুনিয়ার বাইর।’আবু সাঈদ বুকের রক্ত দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বলে উল্লেখ করে তিনি বলেন, ‘যে ইতিহাস হচ্ছে তরুণদের আত্মত্যাগের ইতিহাস। সরকারের পতনের দাবিতে শত শত মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছে। লাখ লাখ মানুষ যখন গণভবনের দিকে যাচ্ছিল, তখন হাসিনা ভয়ে পালিয়ে গেলেন। পালিয়ে গেলেও চুপ করে বসে নেই।

ভারতে বসে ষড়যন্ত্র করছেন।’ তিনি বলেন, ‘হাসিনার বিচার দাবিতে সব রাজনৈতিক দল আজ সমাবেশ করছে। হাসিনা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন। সব প্রতিষ্ঠান ধ্বংস করে হাসিনা একটা একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদ কায়েম করেছিলেন।’

সমাবেশে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব আনিছুর রহমান লাকুর সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত আসাদুল হাবিব দুলু, বিএনপির সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ প্রমুখ। নিজ জেলা ঠাকুরগাঁও থেকে সড়কপথে পীরগঞ্জের আবু সাঈদের বাড়ি বাবনপুর গ্রামে এসে কবর জিয়ারত করেন তিনি। আবু সাঈদের বাড়ির ভেতরে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সান্ত্বনা দেন এবং তাদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102