শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন

উত্তরায় ফুটপাত দখলমুক্ত করতে ট্রাফিক পুলিশের অভিযান

বিশেষ প্রতিবেদক। জি.এম.টি
  • আপডেট টাইম: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১০৬ বার পঠিত

রাজধানীর উত্তরায় যানজট নিরসনে ফুটপাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। আজ (বুধবার) সন্ধ্যায় উত্তরার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। এসময় মহাসড়কের ফুটপাত ধরে গড়ে ওঠা প্রায় শতাধিকেরও বেশি অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে পুলিশ।

সন্ধ্যায় উত্তরার আব্দুল্লাহপুরের মোড়, আব্দুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কের মাছের আড়ৎ, আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এবং টঙ্গী ব্রীজ এলাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালায় পুলিশ। এতে নেতৃত্ব দেন ডিএমপি ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. ইব্রাহিম। এ সময় আব্দুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) মো. সালাহ উদ্দীন প্রধানসহ অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে জানতে চাইলে টিআই মো. সালাহ উদ্দীন প্রধান উত্তরা নিউজকে  বলেন, ‘মহাসড়ক ও তার আশেপাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে এবং কিছু ভ্যান আটক করে রেকার বিল করা হয়েছে। এসব দোকানের মধ্যে চা-খাবারের অর্ধশতাধিক টং দোকান, ১২/১৩টি অবৈধ কাউন্টার, ভ্যানের বিভিন্ন কাপড় ও জুতার ২০/২৫টি দোকান রয়েছে।’

তিনি বলেন, ‘মহাসড়কে যানজন সৃষ্টি করে অবৈধভাবে দোকানপাট করার সুযোগ নেই। কেউ যদি করে বা করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102