রাজধানীর বৃহত্তর উত্তরার দুই স্থানে ‘ফায়ার সার্ভিস স্টেশন’ চেয়ে জাতীয় সংসদে দাবী জানিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী।
আজ (মঙ্গলবার) বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুসারে জরুরী জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে কথা বলার সুযোগ পেয়ে এ দাবি জানান তিনি।
বক্তব্যে খসরু চৌধুরী বলেন, ঢাকা-১৮ আসনের দক্ষিণখান ও উত্তরখান থানায় অসংখ্য শিল্প কল কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দিন দিন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠছে। এখানে কয়েক লাখ লোকের বসবাস। এই অঞ্চলে অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই।
তিনি বলেন, ঢাকা-১৮ আসনের দক্ষিণখান ও উত্তরখানে আগুন লাগলে অন্য এলাকা থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে আগুনে পুড়ে সব শেষ হয়ে যাবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের এক কাউন্সিলে কথা দিয়েছিলেন উত্তরখানে ফায়ার সার্ভিস স্টেশন করে দিবেন। কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো তা আলোর মুখ দেখেনি। ডাক্তার আসার আগে রোগী মারা গেলে, ডাক্তার এসে কি লাভ?
এ সময় তিনি জরুরী ভিত্তিতে উত্তরখান ও দক্ষিণখানে ফায়ার সাভিস সার্ভিস স্টেশন স্থাপনের জোর দাবি জানান।