শনিবার, ২১ জুন ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

উত্তরায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পানি বিতরণ-বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

রাজধানীর উত্তরায় তীব্র দাবদাহে বিশুদ্ধ পানি বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এশিয়ান ইউনিভার্সিটি শাখা।

সম্প্রতি, উত্তরা ১২, ৩ ও ৭ নম্বর সেক্টরসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথচারী, রিক্সাচালকসহ শ্রমজীবি মানুষদের মাঝে মিনারেল পানির বোতল বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। অপরদিকে, পরিবেশ রক্ষায় বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনের বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে আশুলিয়ায় এশিয়ান বিশ্ববিদ্যালয়ের নিজেদের স্থায়ী ক্যাম্পাসে গাছের চারা রোপন করেছে সংগঠনটি।

বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক উপ-ক্রীড়া সম্পাদক জেড এ এ মাহমুদ মুন্না বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে আমরা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপন এবং সাধারণ মানুষদের মাঝে পানি বিতরণ করছি। বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বিপ্লবী সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম অদি ভাইয়ের নির্দেশে আমরা ক্যাম্পাসে গাছের চারা রোপন করেছি।

কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন ফাহিম, মুশফিক, পরাগ, রাকিবসহ বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এশিয়ান ইউনিভার্সিটি শাখার অন্যান্য নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102