জাতীয় সংসদের প্রটোকল শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আমিনুল ইসলামের নাম ব্যবহার করে প্রতারণা করে আসছেন এক ব্যক্তি। তাঁর নামও আমিনুল ইসলাম। নামের মিলকে কাজে লাগিয়ে ওই সরকারি কর্মকর্তার ভুয়া সিল-সই ব্যবহার করে এরই মধ্যে প্রতারক আমিনুল বিত্ত-বৈভবের মালিক বনে গেছেন। গড়ে তুলেছেন কয়েকটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট।
অনুসন্ধানে প্রতারক আমিনুলের এই অপকর্ম বেরিয়ে এসেছে।শুরুতে ‘সরকারি কর্মকর্তার অবৈধ সম্পদের’ খোঁজে নামে কালের কণ্ঠ। এক পর্যায়ে জানা যায়, আমিনুল আদতে কোনো সরকারি কর্মকর্তাই নন। সরকারি কর্মকর্তার নাম ব্যবহার করে প্রতারণা করছেন।
টাঙ্গাইলে ‘স্বাধীন বাংলা নার্সিং ইনস্টিটিউট’ নামের একটি প্রতিষ্ঠানের মালিকানা বদল সংক্রান্ত দলিলের নকল কপি সত্যায়িত করার কাগজ দেখে জাতীয় সংসদের প্রটোকল শাখায় কর্মরত
সিনিয়র সহকারী সচিব মো. আমিনুল ইসলাম বলেন, ‘না, না এই স্বাক্ষর আমার নয়। এমন সিলও আমি ব্যবহার করি না।