রিয়াল মাদ্রিদকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লীগের প্লে-অফে উঠেছিল বেনফিকা। এবার প্লে-অফের ড্র দুইদলকে আবারও মুখোমুখি করে দিয়েছে। আসছে ফেব্রুয়ারিতে হোসে মরিনহোর বেনফিকার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এদিকে বর্তমান চ্যাম্পিয়ন লিগ আঁ জায়ান্ট পিএসজি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নিজেদের লিগের দল মোনাকোকে।দুই লেগের প্লে–অফে প্রথম লেগের ম্যাচগুলো হবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগের ম্যাচ হবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি।
শেষ ষোলোর প্লে–অফে মুখোমুখি যারা