আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও অনিশ্চিত বাংলাদেশের ভেন্যু। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমতাবস্থায় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেবাজের খবর, শ্রীলঙ্কায় নয়, বাংলাদেশের জন্য ভারতেই দু’টি আলাদা ভেন্যু প্রস্তাবের কথা ভাবছে আইসিসি।
ক্রিকবাজের তথ্য, আইসিসি বিকল্প ভেন্যু নিয়ে ভাবলেও সেগুলো শ্রীলঙ্কায় হওয়ার সম্ভাবনা খুবই কম। জানা গেছে, আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যেই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ)-র সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের সম্ভাবনার বিষয়ে ভাবা হচ্ছে। জানা গেছে, টিএনসিএ ও কেসিএ বাংলাদেশের ম্যাচ আয়োজনের ক্ষেত্রে ইতিবাচক সাড়া দিয়েছে।
বিসিসিআইয়ের নির্দেশে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার পর থেকে ঘটনাপ্রবাহ চলছেই। বিশ্বকাপে ভারত সফরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসিকে দু’বার চিঠি দেয় বিসিবি। আজ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে পারে আইসিসি।