বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

ভারতকে ইঙ্গিতপূর্ণ খোঁচা দিলেন শাহিন আফ্রিদি

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ভারতের ক্রীড়াসুলভ মনোভাবের অভাব নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন যে, ভারত ক্রিকেটকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এবং বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার এই বক্তব্য জিও নিউজ প্রকাশ করেছে।

সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছাড়ার নির্দেশ দেয়, যার ফলে তীব্র সমালোচনার মুখে পড়ে।

৮ জানুয়ারি লাহোরে এক সংবাদ সম্মেলনে শাহিন আফ্রিদি বলেন, ‘সীমান্তের ওপারে ক্রীড়াসুলভ আচরণের অভাব স্পষ্ট।’

তার মতে, পাকিস্তান সম্পর্কিত ম্যাচগুলিতে ভারত প্রায়ই রাজনীতি টেনে আনে। তিনি আরও যোগ করেন, ‘পাকিস্তান দল সবসময় মাঠে নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে এসবের উত্তর দেয়ার চেষ্টা করেছে।’

এছাড়া, সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারও ভারত-পাকিস্তান ক্রিকেটের চলমান উত্তেজনাকে ‘দুঃখজনক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি গত বছর এশিয়া কাপের বিতর্কের কথা তুলে ধরে বলেন, ‘ভারত টুর্নামেন্ট জিতলেও তাদের খেলোয়াড়রা ট্রফি গ্রহণ করতে মঞ্চে ওঠেননি।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102