কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে মিথ্যা বক্তব্য ছড়ানোর অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ শাখা ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্টের অনুসন্ধান অনুযায়ী, সাম্প্রতিক গুলশান চাঁদাবাজি ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভিডিও—যাতে উপদেষ্টার মুখে আপত্তিকর মন্তব্য শোনা যায়—তা কৃত্রিমভাবে তৈরি। ভিডিওতে কথিত বক্তব্যের সত্যতা নেই এবং কোনো বিশ্বস্ত সূত্রেও এমন বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা গেছে, ভিডিওটি তৈরি হয়েছে গুগলের একটি টেক্সট-টু-ভিডিও এআই টুল ব্যবহার করে, যেখানে ডান পাশে ‘vyo’ চিহ্ন রয়েছে। ভিডিওর ইংরেজি সাবটাইটেলেও রয়েছে ব্যাকরণগত ও বানানের একাধিক ভুল, যা এর কৃত্রিমতা ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তির ইঙ্গিত দেয়।
উল্লেখ্য, ২৬ জুলাই গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির অভিযোগে পাঁচজন আটক হওয়ার ঘটনায় একাধিক সংগঠন অভিযুক্তদের বহিষ্কার করে। ঠিক এর পরপরই ওই বিভ্রান্তিকর ভিডিওটি প্রচার করা হয়।
বাংলাফ্যাক্ট জানায়, দেশে চলমান অপতথ্য ও গুজবের বিরুদ্ধে তারা নিয়মিত তথ্য যাচাই করে জনগণকে সচেতন করছে।