বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

এয়ারপোর্ট এলাকা থেকে দুই মাদক সম্রাজ্ঞী আটক

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ৫ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাতে রাজধানীর এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ফাহিমা (১৯) ও ফাতেমা (২০)। অভিযানটি পরিচালিত হয় রাত ১১টা থেকে ১টা পর্যন্ত (২৩:০০-০১:০০ ঘটিকা)। অভিযানের সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৪৮টি গাঁজার রোল (মোট ২৫০ গ্রাম) এবং অতিরিক্ত ৩৫০ গ্রাম শুকনো গাঁজা।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এবং যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশব্যাপী মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর এ ধরনের গোপন অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102