ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে উত্তরা পশ্চিম থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুর রহিম মোল্লা। ডিএমপির সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ২৯ জুন ২০২৫ তারিখে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহ মোঃ আব্দুর রউফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে এই রদবদলের আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, উত্তরা পশ্চিম থানার বিদায়ী ওসি মোঃ হাফিজুর রহমানকে গুলশান থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
জনাব মোঃ আব্দুর রহিম মোল্লা এর আগে ডেমরা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে তাঁকে উত্তরা পশ্চিম থানার গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত করা হয়েছে।
ডিএমপির প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশনার অপেক্ষা না করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, এই পদায়ন জনস্বার্থে কার্যকর হবে।
এছাড়াও, এ প্রজ্ঞাপণে পুলিশ কর্মকর্তা শেখ ফরিদ উদ্দিনের বদলির আদেশে স্বাক্ষর করা হয়, যিনি গোপীবাগ থেকে রমনা বিভাগের দায়িত্ব পাচ্ছেন।
এই বদলির মাধ্যমে উত্তরা পশ্চিম থানায় পুলিশি কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।