বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন

অটোরিকশামুক্ত নিকুঞ্জে এখন স্বস্তির নিঃশ্বাস

তমাল ফরাজী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২৯ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকাকে অটোরিকশামুক্ত মডেল এলাকা ঘোষণার পর দৃশ্যমান পরিবর্তন এসেছে জনজীবনে। দুর্ঘটনা, যানজট ও শব্দদূষণে অতিষ্ঠ এই এলাকার মানুষ, এখন স্বস্তিতে চলাচল করছেন।

খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল জানান, “অটোরিকশার কারণে এখানে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটত। বহুবার অটোরিকশা বন্ধের উদ্যোগ গ্রহণ করেও তেমন ফল আসেনি। তবে ৩০ এপ্রিলে এক শিক্ষার্থীর ভয়াবহ দুর্ঘটনার পর স্থানীয়দের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অটোরিকশা চলাচল পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়েছে।”

গত দুই মাসে নিকুঞ্জ এলাকায় কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। রাস্তাঘাট এখন ফাঁকা, যান চলাচল সুশৃঙ্খল। ফলে শিশু থেকে বৃদ্ধ—সবাই নিরাপদে চলাফেরা করতে পারছেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আগে রাস্তায় নামতেই ভয় লাগত, এখন পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা যাচ্ছে।”

তবে অভিযোগ রয়েছে, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী পুনরায় অটোরিকশা চালুর চেষ্টা করছে। বাসিন্দারা এই উদ্যোগ রুখে দেওয়ার অঙ্গীকার করেছেন।

বিশেষজ্ঞদের মতে, রাজধানীর অন্যান্য যানজটপ্রবণ এলাকাতেও এ ধরনের উদ্যোগ নিলে দুর্ঘটনা হ্রাস এবং নাগরিক স্বস্তি নিশ্চিত করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102