আগামী ২৬ জুন শুরু হচ্ছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে করোনা ও ডেঙ্গুর প্রকোপ বাড়ায় এবারের পরীক্ষায় স্বাস্থ্যবিধি মানতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, আসন বিন্যাসে পরীক্ষার্থীদের মধ্যে অন্তত ৩ ফুট দূরত্ব রাখা হবে। প্রয়োজনে এই দূরত্ব আরও বাড়ানো হবে। পরীক্ষাকেন্দ্রে মাস্ক পরিধান, স্যানিটাইজার ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক করা হচ্ছে।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “সংক্রমণের হার এখনো পরীক্ষা স্থগিত করার পর্যায়ে নয়। বরং সামনে বন্যা ও দুর্যোগের ঝুঁকি থাকায় নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়া হবে।”
বরিশাল ও ময়মনসিংহ বোর্ডসহ অন্যান্য বোর্ড থেকেও একইরকম প্রস্তুতির কথা জানানো হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রসচিবদের নির্দেশনা দেওয়া হবে, এবং পরীক্ষার আগে স্কুল-কলেজে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।
চলতি বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন, যা গত বছরের তুলনায় প্রায় ৮২ হাজার কম।