শনিবার, ১৪ জুন ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

তুরাগে সড়কজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ৪ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর তুরাগ এলাকায় টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা ও রাস্তাঘাটের বেহাল দশা। বিশেষ করে তুরাগের রানাভোলা, বাউনিয়া, বাদালদি, উলুদাহ ও তাফালিয়া এলাকার প্রধান ও অলি-গলি রাস্তাগুলো কাদাপানিতে একাকার হয়ে গেছে। ফলে প্রতিদিনের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৫২ ও ৫৩ নম্বর ওয়ার্ডে বছরের পর বছর ধরে রাস্তাঘাটের কোনো বড় সংস্কার হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, যানজট ও জনদুর্ভোগ।

৫২ নম্বর ওয়ার্ডের বাদালদি এলাকার বাসিন্দা মেহেদি হাসান বলেন, “এক যুগের বেশি সময় ধরে বাউনিয়া থেকে উলুদাহর মেইন রোড ভেঙে পড়ে আছে। প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘদিনেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”

রানাভোলা ৩ নম্বর রোডের বাসিন্দা মোবারক হোসেন বলেন, “বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুসমান পানি জমে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছর ভাড়ায় লোক এনে পানি নামাতে হয়। আমাদের রাস্তা ও ড্রেন কিছুই নেই।”

৫৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলে রাব্বি বলেন, “দশ বছর ধরে সংস্কার হয়নি আমাদের রোডের। আশপাশের রাস্তায় কাজ হলেও আমাদেরটা অজানা কারণে উপেক্ষিত থেকে গেছে।”

তাফালিয়া এলাকার চিত্রও একই। স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন, “ভাঙা রাস্তা, কাদাপানি, ড্রেনেজ সমস্যা বছরের পর বছর ধরে একই রকম। কাউন্সিলর না থাকায় আমাদের কথা বলারও কেউ নেই।”

এ অবস্থায় দ্রুত ড্রেনেজ ও রাস্তা সংস্কারের উদ্যোগ নিতে ডিএনসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তুরাগের ভুক্তভোগী বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102