সীমান্তে নিরাপত্তার কোন ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার (২৭শে মে,২০২৫) রাজশাহীতে নবীন রিক্রুট ১৪তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২তম ব্যাচ কারারক্ষী প্রশিক্ষণ সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন। ভারত সরকারকে যথাযথ প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, সশস্ত্র বাহিনী যেকোন পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত।
তিনি কারারক্ষীদের বুনিয়াদি কোর্সের প্রশংসা করে বলেন, এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী পেশাগত জ্ঞান, সততা ও দেশপ্রেমের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রশিক্ষণ কোর্সে মোট ১৮ জন নবীন ডেপুটি জেলার তিন মাস ও ৫০৮ জন কারারক্ষী ছয় মাসব্যাপী তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সমাপনী কুচকাওয়াজে বিভিন্ন ক্ষেত্রে সেরা ডেপুটি জেলার ও নবীন কারারক্ষীদের সম্মাননা প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।