‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন অব্যহত রয়েছে। এরই মধ্যে সচিবালয় এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। মঙ্গলবার (২৭শে মে,২০২৫) সকাল থেকেই সচিবালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে সোয়াট ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের। শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
এদিকে সকাল থেকে গণমাধ্যমকর্মীরা গেটের বাইরে অবস্থান করছেন। তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। কবে? কখন প্রবেশের অনুমতি দেওয়া হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এ ঘটনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
অন্যদিকে সচিবালয়ের ভেতরে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে বিক্ষোভকারীরা শ্লোগান দিচ্ছেন এবং দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছেন। এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।
প্রসঙ্গত, সোমবার ছিল আন্দোলনের টানা তৃতীয় দিন। ওই দিনও সচিবালয়ের প্রধান ফটক আটকে রেখে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীরা বিক্ষোভে অংশ নেন। আজ মঙ্গলবারও তাদের আন্দোলন অব্যাহত রয়েছে