ভারতের জি বাংলার গানের শো ‘সা রে গা মা পা’ খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (২০ই মে,২০২৫) বিকেল ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন এ আদেশ দেন।
দুইবছর আগেও প্রতারণার মামলায় নোবেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আজ মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে আবার গ্রেপ্তার করা হয়।
এর আগে ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার গানের শো ‘সা রে গা মা পা’য় অংশ নিয়ে সবার নজরে আসেন তিনি। এরপর ব্যক্তিগত নানা আচরণের কারণে বিভিন্ন সময়ে আলোচিত হন। একাধিক বিয়ে করা নিয়েও আলোচনায় এসেছিলেন। মাদকাসক্ত হওয়ার কারণে কোনটারই সংসার স্থায়ী হয় নাই।