বাংলাদেশের অন্যতম অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার ইস্যুতে উপদেষ্টা ফারুকীর মতামতকে ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার (১৯ই মে,২০২৫) ঈদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। নুসরাত ফারিয়াকে গ্রেফতার নিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার সমালোচনা তার ব্যক্তিগত মত। তদন্তে নির্দোষ প্রমাণ হলে তাকে ছেড়ে দেওয়া হবে। দুষ্কৃতিদের আইনের আওতায় এনে শাস্তি এবং নিরীহ লোক যেন কোন শাস্তি না পায় সেই নির্দেশনাই দেওয়া হয়েছে।