রবিবার, ১৫ জুন ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

বিয়ের ৮ দিনের মাথায় স্বামীকে হত্যা করলো নববধূ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৭ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিয়ের পূর্বে স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিলো স্বামী জানতেন না। এদিকে বিয়ের পর স্বামীর সাথে ঘনিষ্ঠতা মেনে নিতেও পারছিলেন না নববধূ। তাই বিয়ের আট দিনের মাথায় স্বামীকে ঘুমন্ত অবস্থায় বালিশচাপা দিয়ে হত্যা করে ওই নববধূ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটেছে শুক্রবার (১৬ই মে,২০২৫) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার মসজিদ পাড়ায়। এ ঘটনায় স্ত্রী জান্নাত আক্তারকে (২৩) আটক করেছে পুলিশ।

নিহতের নাম মো. হাসান মিয়া (২৮)। তিনি কুমিল্লার বাসিন্দা ছিলেন। তিনি আখাউড়ায় একটি ভাড়া বাসায় স্ত্রীসহ বসবাস করতেন। আটক স্ত্রী জান্নাত শান্তিনগর এলাকার বাসিন্দা।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, গত ৯ মে হাসান ও জান্নাতের বিয়ে হয়। তবে বিয়ের আগেই জান্নাতের আরেকজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার রাতেও এ নিয়ে দাম্পত্ত কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে জান্নাত স্বামীকে ঘুমের ওষুধ মেশানো কিছু খাওয়ান। পরে হাসান ঘুমিয়ে পড়লে বালিশচাপা দিয়ে তাকে হত্যা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন জান্নাত।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102