আইনশৃঙ্খলার বাহিনীর কড়া নজরদারির অভাবে রাজধানীসহ বিভিন্ন জায়গায় বেড়েই চলেছে ছিনতাই, চুরি, ডাকাতির মতো ঘটনা। গতকাল (১২ই মে,২০২৫) গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় বিআরটি ফ্লাইওভারে দিনেদুপুরে ঘটেছে ছিনতাইয়ের ঘটনা। মুহূর্তেই ধারণ করা ছিনতাইয়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটিতে দেখা যায়, ৩জনের একটি ছিনতাইকারী দল একজন পথচারীকে চাপাতির মুখে ফেলে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভুক্তভোগীরা যে শুধুই সর্বস্ব হারায় তা নয়, ছিনতাইকারীর হাতে তাদের জীবননাশেরও পরিধিও ঘটায়। এমন দিনে-দুপুরে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা শুধু স্থানীয়দেরই না বরং গোটা প্রশাসনকেও নাড়িয়ে দিয়েছে।
এই ফ্লাইওভারে দীর্ঘদিন ধরেই ছিনতাইকারীদের বেশ আনাগোনা চলছে। বিশেষ করে নির্জন সময় বা যাত্রী কম থাকার সময়টাতে চক্রটি সক্রিয় হয়ে ওঠে। অথচ এই ফ্লাইওভার দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে চক্রটি দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।
জীবনের নিরাপত্তা কোনো বিলাসিতা নয়—এটি নাগরিক অধিকার। প্রশাসন ও জনপ্রতিনিধিদের এখনই কার্যকর ভূমিকা পালন করা জরুরি, নয়তো টঙ্গীর মানুষকে প্রতিদিন আতঙ্ক আর চাপাতির ছায়ায় দিন কাটাতে হবে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন দক্ষিণ পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার এন. এম. নাসির উদ্দিন জানান, ছিনতাইকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে এবং নিয়মিত পুলিশি টহল জোরদার করতে। তবে শুধু নির্দেশনায় থেমে থাকলে চলবে না, প্রয়োজন বাস্তবায়নের দৃঢ় পদক্ষেপ।