মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন

১৫ বছর পূর্তিতে ট্রাস্ট কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৫২ বার পঠিত

প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে রাজধানী উত্তরার স্বনামধন্য বিদ্যাপীঠ ট্রাস্ট কলেজ। আজ (মঙ্গলবার) উত্তরা ১৩ নম্বর সেক্টর কলেজ ক্যাম্পাসে আয়োজনটি সম্পন্ন হয়।

এতে সদ্য এসএসসি উত্তীর্ণদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করে কলেজ কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন ট্রাস্ট কলেজ পরিবার। এসময় একঝাঁক মেধাবী শিক্ষার্থীর পদচারণায় মুখর হয়ে উঠে কলেজ ক্যাম্পাস।

আয়োজনটিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট স্কুল এন্ড কলেজের প্রশাসনিক প্রধান আশরাফ-উল-আলম সবুজ।

দুপুরে সিনিয়র প্রভাষক মোস্তফা হায়দারের সঞ্চালনায় আয়োজনটিতে বক্তব্য রাখেন,একাডেমিক কো অর্ডিনেটর রোকসানা মাহমুদ ডেইজি, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান একাডেমিক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক ঋতা জিয়াসমিন, আইসিটি বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান সিনিয়র প্রভাষক রাজীব রঞ্জন নাথ এবং উচ্চ মাধ্যমিকের ১ম ব্যাচের শিক্ষার্থী স্থপতি উসুফ বিন হক অর্নবসহ অভিভাবক শ্রেণির প্রতিনিধিগণ।

এসময় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্য বয়ে আনা মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ট্রাস্ট স্কুল এন্ড কলেজের প্রশাসনিক প্রধান আশরাফুল আলম সবুজ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102