সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

মামস্ স্কুল শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই, চোখে মুখে আনন্দ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৪৭৪ বার পঠিত
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মামস্ স্কুলের বই উৎসব ২০২৪
নতুন পাঠ্য বই হাতে নিয়ে স্কুলের মাঠে আনন্দে নাচছিল শিক্ষার্থীরা।  রঙিন ফিতা দিয়ে বাঁধা বই দেখিয়ে প্লেগ্রুপের এক শিশু শিক্ষার্থী জানাল, নতুন বই পেয়ে তার খুব ভালো লাগছে, সেই সঙ্গে বই বিতরণের এই উৎসবও তার পছন্দ হয়েছে।

খ্রিষ্টীয় বছরের প্রথম দিন সোমবার  স্কুল মাঠে শত শত শিক্ষার্থী জড়ো হয় বিদ্যালয় প্রাঙ্গণে ‘বই উৎসবে’ অংশ নিতে। তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন ক্লাসের নতুন পাঠ্য বই। শিক্ষার্থীদের মধ্যে অনেকেই আসে তাদের অভিভাবকদের হাত ধরে।

নতুন বছরের প্রথম দিন নতুন ক্লাসের নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের আনন্দ উদ্দীপনায় উৎসবমুখর হয় মামস্ -এম এ আউয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস।
বই উৎসবে উপস্থিত ছিলেন মামস্ স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল আউয়াল। নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তারেকউজ্জামান খান, ভাইস প্রিন্সিপাল, শরীফা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ, সমন্ময়কারী নুরুজ্জামান আলমসহ মামস্ এর সকল শিক্ষকগণ। উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102