শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৬৭ জনের মৃত্যু হলো।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ২৪২ রোগী। তাদের মধ্যে এক হাজার ২৩৯ জন ঢাকার বাসিন্দা, অন্যরা ঢাকার বাইরের।