শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪১ অপরাহ্ন

ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪২

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৪৮ বার পঠিত

শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৬৭ জনের মৃত্যু হলো।

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ২৪২ রোগী। তাদের মধ্যে এক হাজার ২৩৯ জন ঢাকার বাসিন্দা, অন্যরা ঢাকার বাইরের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ছয় হাজার ৬৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৮৩৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৮১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102