সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

জঙ্গি তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৫ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

মালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার হওয়ায় বিষয়টি ঘিরে শুরু হয়েছে তৎপরতা। এ ঘটনায় মালয়েশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বাংলাদেশ সরকার। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং সরকার তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

গতকাল (৫ জুলাই) কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ ইসমাইল জানান, এপ্রিল থেকে পরিচালিত বিভিন্ন অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে ইতোমধ্যে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে এবং বাকিদের বিষয়ে তদন্ত চলছে। জানা গেছে, গ্রেফতারকৃতরা মালয়েশিয়ার কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন। পুলিশের অভিযোগ, তারা সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর কাছে অর্থ পাঠাতেন।

বাংলাদেশ হাইকমিশন গ্রেফতারের পরপরই মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্টদের পরিচয় ও অভিযোগের বিস্তারিত জানতে চায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকার ঘটনাটির অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা দিতে হাইকমিশন সর্বদা প্রস্তুত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতির কথাও পুনর্ব্যক্ত করা হয়। একইসঙ্গে মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করে ঘটনার স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার অঙ্গীকারও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102