শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ইসলামের ব্যভিচার আইন বাস্তবায়নের দাবি এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব ট্রেনের অগ্রিম ঈদ টিকিট বিক্রি শুরু, কাটবেন যেভাবে ১০ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা গাজায় জাতিগত নির্মূল পরিকল্পনা থেকে ট্রাম্প সরে এসেছেন! প্রাক-বাজেট আলোচনায় এনবিআরকে বিজিবিএর পাঁচ প্রস্তাব আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে; আমেরিকা বিশ্বকে ধোঁকা দিচ্ছে: ইমাম খামেনেয়ী কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদারে নতুন চার বিভাগ সাত বছরের শিশুকে ধর্ষণ, ৫ হাজার টাকায় ধামাচাপার চেষ্টা এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম : হাসনাত আব্দুল্লাহ

১০ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩ বার পঠিত
আজ শুক্রবার ১০ লাখ রোহিঙ্গা কক্সবাজারে ক্যাম্পে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইফতার করবেন। তারা একসঙ্গে মোনাজাত ও ইফতারে অংশ নেবেন। প্রধান উপদেষ্টা এ অনুষ্ঠানের আয়োজন করছেন বলে জানিয়েছেন তার প্রেসসচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শফিকুল আলম আরো বলেন, ‘মায়ানমারের রাখাইনে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে সীমান্ত নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শান্তি রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত।সীমান্তের ওপারে সক্রিয় শক্তিগুলোর সাথে যোগাযোগ বজায় রাখা হচ্ছে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যার সমাধান তাদের মায়ানমারে টেকসই প্রত্যাবাসনের মধ্যে নিহিত। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। বাংলাদেশ এই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।শফিকুল আলম লিখেছেন, ‘বাংলাদেশ দীর্ঘ ৮ বছর ধরে ১.২ মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে। সাম্প্রতিক মাসগুলিতে প্রায় ৮০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের সামর্থ্যের বাইরে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের প্রতি আন্তর্জাতিক সহায়তা আরো খারাপের দিকে মোড় নিয়েছে।

তিনি আরো বলেন, ‘রাখাইন রাজ্যের ভয়াবহ মানবিক পরিস্থিতির আলোকে, বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বে মানবিক সহায়তা প্রদানের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102