রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

হতাহতরা চৌদ্দগ্রামের একই পরিবারের সদস্য

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
দীর্ঘদিনের কর্মব্যস্ততার কারণে স্বজনদের সঙ্গে দেখা হচ্ছিল না। তাই স্বজনরা মিলে কক্সবাজার বেড়াতে গিয়ে আনন্দে মেতে থাকার পরিকল্পনা ছিল বুধবার কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের।  হতাহতরা সবাই পরস্পরের স্বজন। তাদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরা এলাকায়।নিহতরা হলেন উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা, শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী, শ্যালিকা ফারহানা মজুমদার টিজা, মা রুমি বেগম এবং বোন সাদিয়া পাটোয়ারী। পরিবার সূত্র জানায়, পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার রাতে ঢাকার উত্তরা বাসা থেকে কক্সবাজারের উদ্দেশে ভাড়া করা মাইক্রোবাসে করে রওনা দেন উদয় পাটোয়ারী (৪৩), তার মা রুমি বেগম (৬৫) ও বোন সাদিয়া আক্তার পাটোয়ারী (২৪)। উদয় পাটোয়ারী ঢাকা বিমানবন্দরে চাকরি করতেন। পথে চৌদ্দগ্রাম পৌর এলাকার ফালগুনকরা থেকে রাত সাড়ে ৩টায় উদয়ের স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), ছেলে সামাদ পাটোয়ারী (৪), শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫), শালী ফারহানা মজুমদার টিজা (২৫), শ্যালক শাহেদ মজুমদার লিশান (২২)-কে নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হন।পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় বিপরীত থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পাঁচজন। বুধবার দুপুরে মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদী হাসান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালা এলাকায় চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী উদয় পাটোয়ারীর স্বজনদের বহন করা মাইক্রোবাসটির সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই নিহত হন পাঁচজন। চালকসহ আহত হন চারজন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক।উদয়ের শ্বশুর আবদুল মন্নান মজুমদার বলেন, ‘আমার মেয়ে ফারজানা মজুমদার লিজা কয়েক দিন আগে বেড়াতে আসে।দীর্ঘদিন ধরে কর্মব্যস্ততার কারণে স্বজনদের সঙ্গে উদয়ের দেখা হচ্ছিল না। তাই তারা উদ্যোগ নেয় কক্সবাজারে আনন্দ ভ্রমণে যাওয়ার।’

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102