ব্যবসার বাস্তব অবস্থা, দায়িত্ব গ্রহণ এবং চাকরির বাজারে প্রবেশের প্রস্তুতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে প্রতি বছরই এই অনুষ্ঠানটির আয়োজন হয়। জমজমাট ওই আয়োজনের উদ্দেশ্য ছিল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যবসার বাস্তব কেস স্টাডি, কৌশলগত পরিকল্পনা এবং সৃজনশীল বিজ্ঞাপনের মাধ্যমে পেশাদার জগতে দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়া।উৎসবের প্রধান আকর্ষণ ছিল এডমেট্রিক্স ও বিজমেট্রিক্সের ফাইনাল রাউন্ড। এডমেট্রিক্সের ফাইনাল রাউন্ডে বিচারক ছিলেন কালের কণ্ঠ পত্রিকার বার্তা প্রধান ফারুক মেহেদী, ব্র্যাকের কনসালটেন্ট ও ফিল্ম ডিরেক্টর মুমতাহিন সিফাত এবং প্রোডাকশন হাউজ ডটবার্থের ক্রিয়েটিভ ডাইরেক্টর গিয়াস উদ্দিন শাহীন।







