ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনই সরগরম রাজধানীর অন্যতম সংসদীয় আসন ঢাকা-১৮ (উত্তরা-বিমানবন্দর-খিলক্ষেত)। প্রচারণার প্রথম দিন সকাল থেকেই আসনের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন একাধিক দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা।
সকাল ১০টায় উত্তরখানের হযরত শাহ কবির (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরু করেন আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। প্রচারণায় ধানের শীষে ভোট চেয়ে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন তিনি।

দুপুর ১২টায় উত্তরা ৭ নম্বর সেক্টর বিএনএস সেন্টার সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি ১০দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম আদীব। এ সময় ‘গণভোটে হ্যা’ ও শাপলা কলি প্রতীকের ক্যারাভান নিয়ে ভোটার-পথচারীদের কাছে লিফলেট বিতরণ করেন তিনিও।

নির্বাচনের প্রথম দিন আরিফুল ইসলাম আদীবের পক্ষে ঐক্যবদ্ধ জামায়াত-এনসিপি জোট
বিকেলে দক্ষিণখানের ৪৭ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ৩৮ বছর রাজনীতির সাথে যুক্ত থেকে জনসেবায় নিয়োজিত ছিলাম, এখনো আছি। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে উন্নত ঢাকা-১৮ আসন গঠন করব।
নির্বাচনী প্রচারণায় জামায়াত-এনসিপি ১০ দলীয় জোর্টপ্রার্থী আরিফুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি এই ঢাকা-১৮ আসন আগামীর নতুন বাংলাদেশের ধারক-বাহক হিসেবে বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ।
তিনি বলেন, ঢাকা-১৮ আসনকে চাঁদাবাজ ও রাহাজানিমুক্ত আদর্শ আসনে গড়ে তুলতে কাজ করব। এর আগে ফজরের নামাজের পর উত্তরা ৭ নম্বর কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায়ের পর স্থানীয় বাসিন্দাদের মাঝে লিফলেট বিতরণ করেন এই প্রার্থী।

অপরদিকে, দুপুরে রেল ইঞ্জিন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিকেও প্রথম দিনের নির্বাচনী প্রচারণায় উত্তরার ৩ নম্বর সেক্টর এলাকায় স্থানীয়দের কাছে ভোট চাইতে দেখা গেছে। এর আগে সকালে ঢাকা-১৮ আসনের অন্তর্গত তুরাগের বামনারটেক এলাকায় জুলাই শহিদ মীর মুগ্ধের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন এই প্রার্থী। আসনের দক্ষিণখান এলাকার ৪৯ নম্বর ওয়ার্ডে ভোটারদের মাঝে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন।
এদিকে, ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রার্থী হলেও নির্বাচনের প্রথম দিনের প্রচারণায় তাকে অংশ নিতে দেখা যায়নি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি, জামায়াত-এনসিপি জোট, নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন, স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রতিদ্বন্দ্বীতাকারী মোট প্রার্থী ১০ জন। অন্যান্য প্রার্থীরা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির মিসেস সাবিনা জাবেদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মো. জসিম উদ্দিন, জাতীয় পার্টির মো. জাকির হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদের সৈয়দ হারুন-অর-রশিদ ও স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল হোসেন।