মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন

উত্তরায় ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৩, আহত ১৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের  ৭ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত ও ১৩ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।নিহতদের মধ্যে ২ জন নারী ও ১ জন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সকাল ৭টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়।সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় সম্পূর্ণ নির্বাপণ করা হয়।ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102