মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার অ্যাশেজ, চোখ ভেজানো বিদায় খাজার

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) নাটকীয় শেষ দিনে ১৬০ রানের লক্ষ্য তাড়া করে পাঁচ উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে ৪-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা। যদিও এটি ছিল সিরিজের সেরা ম্যাচ, তবু পুরো অ্যাশেজ প্রত্যাশার মানে পুরোপুরি পৌঁছাতে পারেনি।

এই ম্যাচটি বিশেষ হয়ে থাকবে মূলত উসমান খাজার জন্য।

নিজের ৮৮তম ও শেষ টেস্ট খেলতে নামা খাজা রূপকথার মতো বিদায় নিতে পারেননি। মধ্যাহ্নভোজের পর ব্যাট করতে নেমে মাত্র ৬ রান করে আউট হন তিনি। তবে আউট হওয়ার পর মাঠে সিজদা দেওয়া ও দর্শকদের করতালি, সব মিলিয়ে আবেগঘন এক মুহূর্ত উপহার দেন এই বাঁহাতি ব্যাটার।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102