রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

দুর্গাপুর কমিউনিস্ট পার্টির প্রতিবাদ সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

জনমতের সুস্পষ্ট ইচ্ছা উপেক্ষা করে লাভজনক চট্টগ্রাম বন্দর বিদেশী কোম্পানির কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে আয়োজিত ‘‘যমুনা অভিমুখে বিক্ষোভ কর্মসূচিতে’’ পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে প্রেসক্লাব মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি প্রতিবাদ সভায় সিপিবি উপজেলা কমিটির সহ:সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, ছাত্র ইউনিয়ন সভাপতি জহির রায়হান। এসময়, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির নেতবৃন্দ, কৃষক সমিতির সভাপতি আঃ মালেক সরকার, ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, যুব ইউনিয়ন সভাপতি রমজান আলী সরকার, আদিবাসী ইউনিয়ন সভাপতি অবনি কান্ত হাজং, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান, নারীসেল সহ অন্যান্য গণসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দেশের সার্বভৌম সম্পদ কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া জাতীয় স্বার্থবিরোধী। পুলিশি হামলা সরকারের গণবিরোধী অবস্থানকে আরও স্পষ্ট করেছে। অবিলম্বে বন্দর ইজারা বাতিল ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102