মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

টঙ্গীতে বেসরকারি বিদ্যালয়গুলোর ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টঙ্গী পূর্ব থানা শাখার উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫ অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে টঙ্গীর সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড মডেল একাডেমি কেন্দ্রে এ পরীক্ষা পরিচালিত হয়।

টঙ্গী পূর্ব থানার অধীনে থাকা ৫০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৫০ জন মেধাবী শিক্ষার্থী এ বছরের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার্থীদের উপস্থিতি, শৃঙ্খলা ও মনোযোগ—সবকিছু মিলিয়ে পুরো পরীক্ষা আয়োজন প্রশংসনীয় হয়ে ওঠে।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ আতিক, কেন্দ্র সচিব ছিলেন ইউনাইটেড মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. শামীম আহম্মেদ, এবং হল সুপারের দায়িত্ব পালন করেন অভিজ্ঞ শিক্ষাবিদ জাহাঙ্গীর আলম।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টঙ্গী পূর্ব থানার সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন।
তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন—

গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দীন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এস এস সোবাহান ইকবাল, সহ-সভাপতি মোসলেহ উদ্দিন রাজিব,বৃত্তি পরিচালনা উপকমিটির আহ্বায়ক ও শিক্ষা বিষয়ক সম্পাদক চাঁন মিয়া প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদ উল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হেলাল উদ্দিন, হাজী ফজর আলী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন,এছাড়াও টঙ্গীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক ও পরিচালকগণ উপস্থিত থেকে পরীক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ রাখতে সহযোগিতা করেন।
শিক্ষাবিদরা বলেন, বেসরকারি স্কুলগুলোর এ সম্মিলিত উদ্যোগ টঙ্গী অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেধা যাচাইয়ের এ আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে পরিশ্রমী ও অধ্যবসায়ী হতে।
পরীক্ষা শেষে দায়িত্বশীলরা আশা প্রকাশ করেন—পরিষ্কার, নিরপেক্ষ ও সুষ্ঠু মূল্যায়নের মাধ্যমে প্রকৃত মেধাবীদের বৃত্তি প্রদান করা হবে, যা শিক্ষার্থীদের আগামী শিক্ষাজীবনে আরও এগিয়ে যেতে প্রেরণা যোগাবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102