বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। রোববার (২১ সেপ্টেম্বর) বিসিবির পক্ষ থেকে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়। এতে ভোটার তালিকা প্রকাশ থেকে শুরু করে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, আপিল, প্রার্থিতা প্রত্যাহার এবং চূড়ান্ত তালিকা প্রকাশের বিস্তারিত সময়সূচি জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে। তার নেতৃত্বে তিন সদস্যের কমিশন এই নির্বাচন পরিচালনা করবে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, মোট ২৫ জন পরিচালক কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন। এরপর নির্বাচিত পরিচালকরা সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন।
তফসিল অনুযায়ী, সোমবার (২২ সেপ্টেম্বর) প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা। পরদিন ২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত আপত্তি গ্রহণ করা হবে। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আপত্তির ওপর শুনানি। ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপর ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২৮ সেপ্টেম্বর মনোনয়ন দাখিল এবং ২৯ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
৩০ সেপ্টেম্বর থাকবে আপিল ও শুনানি। ১ অক্টোবর সকাল পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন এবং সেদিনই প্রকাশ হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে সেদিন সন্ধ্যায়, আর রাতেই অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।
এবারের নির্বাচনে কয়েকজন নতুন মুখ প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশেষ করে সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে হেভিওয়েট প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। ফলে প্রতিযোগিতা এবার আরও জমজমাট হবে বলে ক্রিকেট মহলে আলোচনা চলছে।
এ জাতীয় আরো খবর..